বিউপনিবেশায়ন ও প্রাক ঔপনিবেশিক বাংলার চিন্তা

বাংলাদেশের শিল্প, সাহিত্য, চলচ্চিত্র, ভাষা, দর্শনসহ বাংলাদেশী সংস্কৃতির সর্বত্র ইউরোপিয় উপনিবেশের প্রভাব অধ্যয়ন ও আত্নসত্ত্বা অন্বে ষণের আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশ দর্শন সংঘ ‘ বছর ব্যাপি ১২টি বক্তৃতা আয়োজন করে।৮ অক্টোবর ২০১৫ তারিখে ‘বিউপনিবেশায়ন ও প্রাক ঔপনিবেশিক বাংলার চিন্তা’ শিরোনামে প্রবন্ধ পাঠ করেন রায়হান রাইন।

 

Scroll to Top