বিউপনিবেশায়ন কেন

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, কিন্তু বিগত পঞ্চাশ বছরেও এদেশের জনগণ মুক্তি লাভ করেনি। অনুরূপ, ১৯৪৭ সালে ঔপনিবেশিক শাসনের সমাপ্তি ঘটলেও—পরবর্তী দুই দশকে মানুষের মুক্তি ঘটেনি। বলা যায়, সাতচল্লিশ থেকে একাত্তর এবং একাত্তর থেকে অদ্যাবধি শাসন-ব্যবস্থায় কেবল পার্থক্য হয়েছে শাসকের জাত এবং চেহারায় । অর্থাৎ, সাতচল্লিশ থেকে একাত্তর এবং তৎপরবর্তীকালে শাসকের চেহারা বদলেছে, ক্ষমতার হস্তান্তর হয়েছে, জীবনযাত্রার মানও কিছুটা পরিবর্তিত হয়েছে। এমনকি, সাতচল্লিশের পর সমাজে কিংবা রাষ্ট্রে যে বৈষম্যগুলো ছিলো তার খানিকটা অবসানও ঘটেছে স্বাধীনতার মধ্য দিয়ে; কিন্তু বাংলাদেশের মানুষ অবরুদ্ধই থেকে গেছে।

বিউপনিবেশায়ন কেন বিস্তারিত »