পরাধীন যুগের রাজনীতি

বাংলাদেশের শিল্প, সাহিত্য, চলচ্চিত্র, ভাষা, দর্শন সহ বাংলাদেশী সংস্কৃতির সর্বত্র ইউরোপিয় উপনিবেশের প্রভাব অধ্যয়ন ও আত্নসত্ত্বা অন্বেষণের আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশ দর্শন সংঘ ‘বাংলাদেশের বিউপনিবেশায়ন তত্ত্ব’ শিরোনামে এক বছর ব্যাপি ১২টি বক্তৃতা আয়োজন করে। ৫ই সেপ্টেম্বর ২০১৫ তারিখে “পরাধীন যুগের রাজনীতি” শিরোনামে প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক সলিমুল্লাহ খান।

অনুষ্ঠানটির চলচ্চিত্র ধারণ করেছেন মিতুল মাহমুদ এবং সম্পাদনা করেছেন সরদার জাহিদ।

 

 

Scroll to Top